Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মতবিনিময় সভায়, প্রতিমন্ত্রী এমএ মান্নান দোয়া চাইলেন সবার

রেজুওয়ান কোরেশী::
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশের অগ্রগতির জন্য আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। তিনি বলেন, আমি গত ১০ বছর এ নির্বাচনী এলাকার সংসদ সদস্য হিসেবে চেষ্ঠা করেছি এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করার অনিচ্ছাকৃত ভুলভ্রান্তির হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্ঠিতে দেখবেন। তিনি বলেন, আগামীতে আপনাদের সেবা করার সুযোগ দিলে চেষ্টা করব ভুল ত্রুটির উদ্ধে উঠে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করার। এজন্য সবার নিকট দোয়া চাই। যেন এলাকার সার্বিক উন্নয়নে আপনাদের সুখ দুঃখে পাশে থাকতে পারি।

তিনি গতকাল শনিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যক্ষ মাওলানা রেজওয়ান আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,ঘোষগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শিক্ষানুরাগী আব্দুল কাইয়ুম মশাহিদ, হলিয়ারপাড়া মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা পারভেজ আহমদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হাজের আলী প্রমুখ।
এদিকে দুপুরে প্রতিমন্ত্রী এমএ মান্নান পৌরশহরের হবিবপুর এলাকায় মাষ্টার মন্তেশ্বর আলী ইংলিশ একামেডির উদ্যোগে শিক্ষার্থীদের মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক সালেহা পারভীনের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনহার মিয়া, সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান সাদেক, অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, প্রভাষক আব্দুর রউফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, এলাকার মুরব্বি জিলু মিয়া, আছকন আলী, দিলদার হোসেন দিলু, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ রুহেল। পরে একাডেমীর ১০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে মেধা বৃত্তি হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
এরপর বেলা আড়াইটার দিকে প্রতিমন্ত্রী উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য লহরি গ্রামের বাসিন্দা স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কাদিরের নাজামে জানাজায় অংশ নেন।

Exit mobile version