1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে মশার যন্ত্রনায় অতিষ্ঠ পৌরবাসি, মশা নিধনে কার্যকরি ভূমিকা নেই কর্তৃপক্ষের - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মশার যন্ত্রনায় অতিষ্ঠ পৌরবাসি, মশা নিধনে কার্যকরি ভূমিকা নেই কর্তৃপক্ষের

  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৭২৯ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে মারাত্মকভাবে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে।
দিন দিন মশার প্রকোপ বৃদ্ধি পেলেও পৌর কর্তৃপক্ষের কোন ভ্রুক্ষেপ নেই।
এদিকে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রার্দুভাব দেখা দেয়ায় মশার উপদ্রব পৌরবাসীর মধ্য আতঙ্কের সৃষ্টি করেছে। পৌরসভায় নেই মশা নিধনের ঔষধ কিংবা স্প্রে।
খোজ নিয়ে জানা যায়, ১৯৯৯ সালে জগন্নাথপুর পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে এখনো ড্রেনেজ ব্যবস্থা গড়ে না উঠায় পৌরশহরের ইকড়ছই, জগন্নাথপুর, ছিক্কা,
কেশবপুর, হবিবপুর, ভবেরবাজার, লুদরপুর, ইসহাকপুর, ছিলিমপুর, বলবল, ভবানীপুর, শেরপুর এলাকায় যতত্রত ময়লার স্তুুপ পৌরসভা জুড়ে মারাত্মকভাবে
মশার উপদ্রব সৃষ্টি করেছে।
সরেজমিনে দেখা গেছে, পৌরসভার দুই সেতুর মুখ, ইকড়ছই-চিলাউড়া সড়কের
মাদ্রাসা পয়েন্ট, সদর বাজারের পুকুরপাড়, পশ্চিম বাজারে একটি সড়ক এছাড়া
পৌরশহরের প্রধান সড়কের বিভিন্ন স্থানে যতত্রত ময়লার স্তুপ  রয়েছে। পৌর
নাগরিকদের  অভিযোগ, পৌরসভা প্রতিষ্টা লগ্ন থেকে আজ অবধি মশা নির্মূলে কোন
পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব আতঙ্কের সৃষ্টি করেছে পৌরবাসিদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেক্স সুত্রমতে এখানে মশার আক্রমনে শিশুরা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয় বেশী।  ডেঙ্গুর কোন রোগী এখনো চিহ্নিত না হলেও প্রতিদিন জ্বর নিয়ে রোগীরা আসছেন।
শহরের উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী বলেন, অজু খানায় সব সময়ই মশার উপদ্রব  থাকে । এতে করে অজু করতে ও নামাজ আদায় করতে
মুসল্লিরা চরম কষ্টের শিকার হচ্ছেন। মশা নিধনে কোন পদক্ষেপ না থাকায় আমরা
আতঙ্কিত। তিনি বলেন ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে দেশের মানুষকে রক্ষা করতে আমরা মোনাজাত করছি।
পৌরশহরের ইকড়ছই এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মশার উপদ্রবে বেশ
বেকায়দায় আছি, ছোট্ট বাচ্চাদের দিনের বেলায়ও মশারির নিচে রাখতে হচ্ছে।
রাতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়েও মশা থেকে নিস্তার মিলছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মশা নির্মুলে কোন কার্যক্রম নেই সংশ্লিষ্টদের। পৌরসভার প্রতিষ্টাকাল থেকে মশা নিধনে মশার ঔষধ ছিটানো কিংবা স্প্রে ব্যবহার করা
হয়নি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মশার আক্রমনে শিশুরা বেশী ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। বর্ষা মৌমুসে মশার প্রজনন বৃদ্ধি পায়। মশার কারনে শিশুদের স্বাস্থ্য সেবায় ঝুঁকিতে রয়েছে।
জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক আলী বলেন, গত শনিবার ( পরিস্কার পরিচ্ছন্নতা দিবস) আমরা মশা নিধনে শহরের বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। এছাড়াও জনসচেতা বৃদ্ধির জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, পৌরসভায় মশা নিধনের
কোন ম্প্রে কিংবা ঔষধ নেই।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নাগরিকদের কথা চিন্তা করে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আমরা কাজ করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com