Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মসজিদগুলোতে সুনসান

স্টাফ রিপোর্টার:
পবিত্র শবে বরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ পাকের সন্তুস্টি লাভের জন্য সন্ধ্যার পর থেকে উৎসাহ উদ্দিপনায় ছোট বড় সব বয়সী মানুষ দলে দলে ছুঁটতে থাকেন মসজিদে। যুগ যুগ ধরেই চলে আসছিল এমন পরিবেশ। কিন্তু এবারেই ভিন্ন চিত্র দেখা গেছে। মুসল্লিদের নেই ঢল, নেই কোন কোলাহল, সুনসান নীরবতা বিরাজ করছে।

আজ বৃহস্পতিবার এশার নামাজের সময় এমনই চিত্র দেখা যায় জগন্নাথপুর পৌরশহরের সদরে।

সরেজমিনে ঘুরে দেখা যায়,উপজেলা পরিষদ জামে মসজিদ, সদর মসজিদ, আছাবুনেচ্ছা জামে মসজিদ, ইকড়ছই কেন্দ্রীয় মসজিদ, ইকড়ছই জামে মসজিদসহ সদরের মসজিদগুলোতে এশার নামাজের সময় কিছু সংখ্যক মুসল্লি মসজিদে অবস্থান করছিলেন। এশার নামাজ সম্পন্নের পর পরই মসজিদগুলো ফাঁকা হয়ে যায়। সুনসান নিরবতা নেমে আসে চারপাশে।

উপজেলা সদর মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা অনুয়ায়ী মসজিদে জনসমাগম এড়াতে আমরা পূর্বে মুসল্লিদের জানিয়ে দিয়েছি, নিজ নিজ ঘরে ইবাদত বন্দেগি করতে। প্রাণঘাতী করোনার মহামারি থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ক্ষমা এবং জীবন সুরক্ষায় সাহায্য চাই। তিনিই আমাদের রক্ষা করে আবার সবাইকে মিলিত করবেন ইনশাআল্লাহ।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা অনুয়ায়ী ৫ জনের বেশি মুসল্লি মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না। আমরা সামাজিক দুরুত্ব বজায় রাখতে নিয়মিত মনিটরিং করছি।

Exit mobile version