Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মসজিদের গেইট ভাঙনকালে গুলিবর্ষনের ঘটনায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল গ্রামে মসজিদের গেইট ভাঙনকালে গুলিবর্ষণের ঘটনায় জগন্নাথপুর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করে শুক্রবার রাতে মামলা দায়ের করা হয়েছে। ওই গ্রামের হারুন মিয়ার ভাতিজা মোস্তাক আহমদ মোজাহিদ বাদী হয়ে একই গ্রামের তারিফ উল্লার ছেলে আকবুল হোসেনকে প্রধান আসামী করে এ মামলা দায়ের করা হয়। মামলার অপর আসামীরা হচ্ছেন সিরাজুল ইসলাম খানের ছেলে মঈন উদ্দিন খান ওরফে তালেব উদ্দিন খান, মৃত মোক্তার মিয়ার ছেলে তুরন মিয়া, ইশ্বাদ উল্লার ছেলে রুমেল মিয়া, সুমন আহমদ, আনহার মিয়ার ছেলে আক্তার হোসেন, মৃত সিদ্দেক উল্লার ছেলে তারিফ উল্লাহ, চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার গাঠিয়া ডাংগা গ্রামের মৃুত গোলাব নবীর ছেলে আহমদ মিয়া, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার জোরহাইল গ্রামের মৃত ছোয়াব উদ্দিনের ছেলে আজিম মিয়া, একই থানার বটতলা গ্রামের হাদিছ মিয়ার ছেলে রানা আহমদ, সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার শিবপাশা গ্রামের হারাধন মিয়ার ছেলে কাজল মিয়া, সিলেটের শাহপরান থানার মেজরটিলা এলাকার বাসিন্দা জগলু মিয়া, এয়ারর্পোট থানার সাবের বাজার এলাকার ইজ্জত আলী ঠিকাদারসহ অজ্ঞাত আরো ১০/১২ জন।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামী গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
প্রসঙ্গত, পূর্ব বুধরাইল গ্রামে হারুন মিয়া ও একই এলাকার তারিফ উল্লার মধ্যে গ্রামের মসজিদের গেইট নির্মান নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলছে। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে তারিফ উল্লার ছেলে আকবুল হোসেনের নেতৃত্বে অস্ত্রধারী ভারাঠিকা সন্ত্রাসীরা মসজিদের গেইট ভাঙার কাজ শুরু করলে এতে প্রতিপক্ষের লোকজন প্রতিহত করার চেষ্টা চালায়। এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায়। গেট ভাঙায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা ৪ জন শ্রমিককে আটক করে শুক্রবারে সকালে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় হারুন মিয়ার ভাতিজা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

Exit mobile version