Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মসজিদে মসজিদে রোহিঙ্গাদের জন্য দোয়া, প্রতিবাদ, বিক্ষোভ, মানববন্ধব অব্যাহত

স্টাফ রিপোর্টার ::
মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম গনহত্যা ও নির্যাচন বন্ধের দাবীতে জগন্নাথপুর উপজেলা জুড়ে প্রতিবাদ,বিক্ষোভ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচী অব্যাহত রয়েছে। শুক্রবারও এধরনের কর্মসুচীর পাশাপাশি মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা চোখের জলে মহান আল্লাহপাকের দরবারে দোয়া চেয়েছেন।
শুক্রবার জুম্মা নামাজের পর পরই স্থানীয় পৌর পয়েন্টে জাতীয় মানবাধিকার ইউনিটি, বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যান পরিষদ, রোহিঙ্গা মুসলিম সেবা পরিষদ সৈয়দসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধব কর্মসুচী অনুষ্ঠিত হয়। এতে শ’তশ’ত ধর্মপ্রাণ মুসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি শাহ নুরুল করিমের সভাপতিত্বে ও সহ-সভাপতি জামাল উদ্দিন বেলালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সভায় বক্তব্য রাখেন মাষ্টার আবু তাহিদ, মানবাধিকার ইউনিটির সহ সভাপতি কবির উদ্দিন, মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, মাওলানা দরছ উদ্দিন, হাবিব আহমদ, জুয়ায়ের আহমদ, সমাজকর্মী আব্দুল আলীম, ইমরান তাহির সুমন, প্রমুখ।
প্রমুখ।

পরে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Exit mobile version