Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মাত্র তিনদিনে ই-নামজারির পরচা পেলেন প্রবাসি পরিবার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ই- নামজারির মাধ্যমে তিন দিনে একজন প্রবাসীকে নামজারি খতিয়ানের পরচা প্রদান করা হয়েছে। তিন দিনে নামজারি পরচা পেয়ে প্রবাসী পরিবার খুব খুশি।

আজ সোমবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাত যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়ার হাতে নামজারি খতিয়ানের পরচা তুলে দেন। আনহার মিয়ার বাড়ি উপজেলার পাটলী ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে।

এলাকাবাসী ও জগন্নাথপুর উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক প্রবাসীদের জন্য নামজারির নির্ধারিত সময় নয় কর্মদিবস করা হয়। বৃহস্পতিবার একজন প্রবাসী নারী অনলাইনে নামজারির আবেদন করেন।
নামজারি খতিয়ান প্রাপ্ত প্রবাসী আনহার মিয়া বলেন, গত বৃহস্পতিবার অনলাইনে আমার বোন আকিবুল নেহার এর নামে ১.৬৯ একর ভূমি নামজারির আবেদন করি। সোমবার নামজারি খতিয়ান পরচা পেয়ে আমি অভিভূত। তিনি বলেন, এক সময় ভূমি অফিসে নামজারির জন্য মাসের পর মাস ঘুরতে হতো এখন তিন দিনে নামজারি খতিয়ান পাওয়ার যায় এতেই প্রমাণ হয় আমরা এখন ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছি। তিনি সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাতের দায়িত্ব পালনে সক্রিয়তার সেবায় মুগ্ধ উল্লেখ করে নামজারিতে সরকারি ফি ১১৭০ টাকা খরচ হয়েছে বলে জানান।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি এ উপজেলায় যোগদানের পর থেকে ভূমি অফিসে সেবার মানবৃদ্ধিতে কাজ করছি।বিশেষ করে সবাইকে অনলাইনে নামজারির আবেদন করতে উৎসাহিত করছি। ওই প্রবাসীর কাগজপত্র সব সঠিক থাকায় আমরা তাকে তিন দিনে নামজারি খতিয়ান তুলে দিতে পেরেছি।

Exit mobile version