Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মাদক ও বাল্যবিবাহ রোধে কর্মশালা

স্টাফ রিপোর্টার :জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে বাল্য বিবাহ রোধ ও মাদক নিমূলে ইউনিয়ন পরিষদের কর্মরত গ্রাম পুলিশ ( দফাদার ও মহল্লাদার) এর করনীয় শীর্ষক এক কর্মশালা রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আশরাফুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান,কলকলিয়া ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান আব্দুল হাশিম,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম,পাইলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহান আহমদ প্রমুখ
সভায় উপজেলার আটটি ইউনিয়নের ৬০ জন গ্রাম পুলিশ( দফাদার ও মহল্লাদার) উপস্হিত ছিলেন। পরে তাদেরকে নতুন পোষাক,জুতা,ছাতা প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম বলেন, গ্রাম অঞ্চলে বাল্য বিবাহ রোধ ও মাদক নিমূলে গ্রাম পুলিশরা যাতে বিশেষ ভুমিকা পালন করতে পারেন তাই তাদেরকে নিয়ে একদিনের কর্মশালা করা হয়। তিনি বলেন তাদের মাধ্যমে আমরা শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলকে মাদক ও বাল্য বিবাহ মুক্ত করতে চাই।

Exit mobile version