Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মাদ্রাসা অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় ৮ মে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার-মাদরাসা শিক্ষক সমিতি, জগন্নাথপুরের নির্বাহী কমিটির সভা ৩০ এপ্রিল  স্থানীয় ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় ড. মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় গত ১৭ এপ্রিল মোতাবেক ২৬ রমজান দিবাগত রাত মাদরাসা শিক্ষক সমিতির সহ-সভাপতি চিলাউড়া দারুস সুন্নাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাজী তাজুল ইসলাম আলফাজ এর উপর কবর জিয়ারতরত অবস্থায় বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানো হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নিম্নবর্ণিত সিদ্ধান্ত ও কর্মসূচী গ্রহণ করা হয়।

১. চিলাউড়া মাদরাসার সহ-সুপার জনাব মোঃ আব্দুল হাই অধ্যক্ষের উপর বর্বরোচিত হামলায় জড়িত থাকায় তাঁর সাধারণ সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়।
২. উপজেলাধীন বিভিন্ন শিক্ষক সমিতি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়।
৩. হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আগামী ৮ মে  বিক্ষোভ সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়।
৪. হামলাকারীদের দৃষ্টানৃতমূলক শাস্তি নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রেরণ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সহ সভাপতি সুপার মাওলানা মখছুছুল কারীম চৌধুরী, সহ সভাপতি সুপার মাওলানা জমির আহমদ, সাধারণ সম্পাদক ড. সৈয়দ রেজওয়ান আহমদ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুপার মাওলানা সালেহ আহমদ, কোষাধ্যক্ষ সুপার মাওলানা আমীর আলী, প্রচার সম্পাদক মাওলানা শাহ ওলিউর রহমান, সাহিত্য সম্পাদক প্রভাষক মাওলানা নিজাম উদ্দিন, নির্বাহী কমিটির সম্মানিত সদস্য অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মোঃ মানিক, সহকারী অধ্যাপক মাওলানা এহসানুল করীম, ভাইস প্রিন্সিপাল মাওলানা নূরুল হক, সুপার মাওলানা কবির আহমদ, সুপার মাওলানা লুৎফুর রহমান, সহ সুপার মাওলানা নিজাম হোসেন, সুপার মাওলানা আফজল হোসাইন, সুপার মোঃ ইকবাল চৌধুরী, সুপার মাওলানা শাহ আলম খান, সুপার মাওলানা ইকবাল হোসেন, মাওলানা আম্বর আলী, মাওলানা আবু আইয়ুব আনসারী, মাওলানা আজমল হোসেন জামী, মাওলানা সৈয়দ মিজানুর রশীদ, শাহীনূর ইসলাম, গোলাম মস্তফা প্রমূখ।

Exit mobile version