Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্র সোহাগ হত্যা মামলার আসামী বি.বাড়িয়া থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরের মাদ্রাসা ছাত্র সোহাগ হত্যা মামলার এক পলাতক আসামী কে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে সুনামগঞ্জ জেলা হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার আশারকান্দি ইউনিয়নের তৈয়বুর রহমান টিটু মিয়ার পুত্র জয়দা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেনীর পুত্র মাহফুজুর রহমান সোহাগকে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে দূর্বৃত্তরা হত্যা করে। এ ঘটনায় সোহাগের বাবা তৈয়বুর রহমান টিটু বাদী হয়ে ১৪ ফেব্রুয়ারী জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার আসামী জয়দা গ্রামের আব্দুর রহমান ওরফে করম আলীর পুত্র আবদুল বাতেন (৩২) দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মঈদ উদ্দিনের নেতৃত্বে পুলিশ বি.বাড়িয়া জেলার বানঞ্জরামপুর এলাকা থেকে তাকে শুক্রবার গ্রেফতার করে।

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত ) মঈন উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, মাদ্রাসা ছাত্র সোহাগ হত্যা মামলার অন্যতম আসামী আব্দুল বাতেন ঘটনার পর থেকেই পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্ত্বিতে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামের লুৎফুর রহমান (৫০) কে শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। তিনি একটি প্রতারনা মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী করে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Exit mobile version