Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্রী হত্যাকারী চাচা কারাগারে

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসাছাত্রী কে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত চাচা রবিউল ইসলাম কে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গতকাল র্যাব-৯ সুনামগঞ্জ কার্যালয় থেকে তাকে জগন্নাথপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হলে তাকে জেল হাজতে পাঠায় পুলিশ। র্যাবের জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করেন চাচা রবিউল ইসলাম। এঘটনায়
জগন্নাথপুর থানায় মাদ্রাসা ছাত্রীর বড় ভাই আম্মাদ আহমেদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান বলেন, মাদ্রাসা ছাত্রী হত্যার প্রধান আসামি চাচাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের সয়ফুল ইসলামের চার ভাইয়ের মধ্যে দ্বিতীয় ভাই লুৎফুর রহমান যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি নিঃসন্তান হওয়ায় বড় ভাই সয়ফুল ইসলামের মেয়ে সানজিদা বেগম কে নিজের মেয়ের মতো স্নেহ মমতা করে সংসারের ভরন পোষণের টাকা তার কাছে পাঠাতেন। বিষয়টি সয্য করতে পারতেন না ছোট ভাই ঘাতক রবিউল ইসলাম। কিছু দিন আগে এসব বিষয় নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী ও তিন মাসের মেয়ে সন্তানকে নিয়ে রবিউল শ্বশুর বাড়ি চলে যান। মঙ্গলবার তিনি একা বাড়ি ফিরে এসে রাতের খাবার খেয়ে ভাতিজি সানজিদার শয়নকক্ষের পাশে ঘুমান।রাত চারটার দিকে তার কক্ষে ঢুকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে মুখে একটি বালিস রেখে পালিয়ে যান।

Exit mobile version