Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির দায়িত্ব কর্তব্য বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যাগে জাপান ইন্টারন্যাশনাল কোপারেটিভ এজেন্সি জাইকা এর অর্থায়নে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিদের দায়িত্ব কর্তব্য বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার উপজেলা পরিষদ সন্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক স্হায়ী কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান এর সঞ্চালনায় এতে
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,সিলেট টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম,
উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরুপ রায়, জাইকার প্রতিনিধি রাজিব কুমার দাশ প্রমুখ

প্রশিক্ষণ কর্মশালায় ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

Exit mobile version