Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে মাঠে ইউএনও-এসিল্যান্ড, ৬ জনকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে মুখে মাস্ক ব্যবহার না করায় ৬ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার (৩০ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে পৌরশহরের জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালতের একটিদল অভিযান পরিচালিত করে। এসময় মুখে মাস্ক  না পরায় দুই পথচারীকে দুইশ’টাকা জরিমানা করেন। অভিযানকালে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ে জনসচেতনামূলক প্রচারনা করা হয়েছে। অপরদিকে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে স্থানীয় পৌর পয়েন্ট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় মাস্ক না পরায় চারজন পথচারীকে তিনশ’ টাকা করে মোট এক হাজার দুইশ’টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা মাঠে নিরলসভাবে কাজ করছি।

Exit mobile version