Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মা সমাবেশ ও এ প্লাস বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনায় আকমল হোসেন- শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন বলেছেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। একটি সুশিক্ষিত আগামী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার প্রতি সবাইকে গুরুত্বারোপ করতে হবে। তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তিনি শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ গুরত্ব দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঝড়েপড়া রোধে উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগ সুবিধা চালু করেছে। কোন শিক্ষার্থী যাতে পড়ালেখা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি রবিবার জগন্নাথপুর উপজেলার পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশ ও বিদ্যালয়েল এ প্লাস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি আব্দুল হাশিম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, সহকারী শিক্ষা অফিসার আমিনুল হক, হারুণ রশিদ চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌরসভার ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নার্গিস ইয়াসমিন, হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার, হাজী আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনব দাস, ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, পূর্ব ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আফছর উদ্দিন ভূঁইয়া, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি ছমির উদ্দিন, এসএমসির সভাপতি আনফর আলী, যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া,
13770442_1018900044885122_8557487979502449978_nসভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, হাফিজুর রহমান, কলিম উল্যাহ, সাবেক কাউন্সিলর মঈন উদ্দিন, হাজী আলা উদ্দিন, রমিজ উল্যাহ, পাখি মিয়া, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার আজহারুল হক ভূঁইয়া শিশু, মামুন আহমদ, সেজেবুর রহমান, শামীম আহমদ, আবুল বশর, নুরুল ইসলাম, শিক্ষক নমিতা চক্রবর্তী, নিভা রানী দাশ, মোছাঃ শিবলী বেগম,মোছাঃ ফাতেমা আক্তার, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন সুমাইয়া আক্তার, সেজাউল ইসলাম, আশরাফুল ইসলাম আমির, সুমা আক্তার পাপিয়া, আয়েশা বেগম মুন্নি প্রমুখ

Exit mobile version