Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা আব্দুল কাদির শিকদারকে রাষ্ট্রীয় মযার্দায় দাফন

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য পইলভাগ গ্রামের বাসিন্দা বীর মুক্তিযাদ্ধা আব্দুল কাদির শিকদার (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন)।
বুধবার রাত ১০টার দিকে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । তিনি র্দীঘদিন ধরে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেছেন।
বৃহস্পতিবার বিকেলে তিনটায় মরহুমের নিজবাড়ির পাশে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের উপস্থিতিতে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাসের নেতৃত্বে থানার একদল পুলিশ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরকে রাষ্ট্রীয় মর্যাদার প্রদর্শন করেন। পরে জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের পরিচালনায় মরহুমের কর্মজীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস, জগন্নাথপুর উপজেলা বিএনপি সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মুক্তিযোদ্ধা আব্দুল হক, আব্দুর রউফ, মীরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, মরহুমের ছেলে নানু মিয়া শিকদার প্রমুখ।
পরে জানাজা নামাজ শেষ তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

Exit mobile version