Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মুক্তিযোদ্ধার সন্তানের খুনীদের ফাঁসির দাবিতে উত্তপ্ত শ্রীধরপাশা

সুহেল হাসান/কামরুল ইসলাম মাহি::
জগন্নাথপুরের শ্রীধরপাশা গ্রামে সংঘর্ষে নিহত প্রয়াত মুক্তিযোদ্ধা তছকির আলী ছেলে নুর আলী’র হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় শ্রীধরপাশা গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারে আয়োজিত মানববন্ধন কমসুচীতে অংশ নেন সহস্রাধিক লোকজন।

শ্রীধরপাশা গ্রামের প্রবীণ মুরব্বি আখলুছ মিয়ার সভাপতিত্বে ও মাওলানা মতিউর রহমানের পরিচালনায় মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গৌছ মিয়া, হাজী গৌছ আলী, নুর আলী খাঁন, সফিক আহমদ, হাসান আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নিরপরাধ একজন মুক্তিযুদ্ধার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। নুর আলীর হত্যাকারী অস্ত্রবাজ, সন্ত্রাস জাবেদ আলমসহ এ খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের ফাঁসি দাবী করা হয়। অন্যতায় গ্রামবাসি বৃহত্তর আন্দোলনে নামবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেহার আহমদ, আব্দুল জাহীদ, আবু লেইছ, হামজা মিয়া, নেওয়াজ আহমদ, সফিক মিয়া, কাশেম আহমদ, জুবেদ মিয়া, হোসেন আহমদ, রাজু আহমদ, নজরুল ইসলাম, আলী রেজা, সাব্বির আহমদ, তখলিছ আলী, মতিউর মিয়া, নুরুল আহমদ, মোস্তফা আহমদ, জুলফিকার, শিরু, মিজান, ফেরদৌস, কিরন প্রমূখ।

সভা শেষে হত্যাকারীদের ফাঁসির দাবীতে মিছিল প্রদক্ষিন করলে এ সময় উত্তাল হয়ে উঠে এলাকা।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর শ্রীধরপাশা গ্রাম পক্ষের আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক ও ফয়সল আহমদ এবং একই গ্রামের বিএনপি নেতা জাবেদ কুরেশী পক্ষের লোকজনের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ছুড়া গুলি তার শরীরে লাগলে মাঠিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থা খারাপ দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ দিনের মাথায় ২৭সেপ্টেম্বর বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েন বীর মুক্তিযোদ্ধা মৃত তছকির আলী’র ছেলের নুর আলী।

Exit mobile version