Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মুক্ত দিবস পালিত

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শুক্রবার নানা কর্মসুচীর মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।
সকাল ১১ টায় পৌরশহরে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, মুক্তিয্দ্ধোা সংসদের কমান্ডার আব্দুল কাইয়ুম, ডেপুটি কমান্ডার আব্দুল হক, মুক্তিযোদ্ধা রনজিত দাস, ইলিয়াছ মিয়া, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান মজুমদারসহ প্রশাসন কর্মকর্তাবৃন্দ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অস্থানীয় কার্য্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার’র সভাপতি কয়েছ আহমদের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুল হক, রনজিত কান্তি দাস, আবদুল হাফিজ, আবদুল মতিন, আসলম উল্লা, গৌরাঙ্গ গোপ, দিলিপ গোপ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার যুগ্ন সম্পাদক শাহ সিরাজ কুতুবি, জামাল উদ্দিন, সাইফুল ইসলাম রিপন প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর শক্রমুক্ত হয় জগন্নাথপুর উপজেলা।

Exit mobile version