Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মুছলেকায় মুক্ত চার প্রকল্পের সভাপতি

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কাজে অনিয়ম ও গাফিলতির অভিযোগে আটককৃত চার পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতিকে মুছলেকা আদায়ের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।
আগামী ২৫ ফেব্রুয়ারি মধ্যে বাঁধের কাজ শেষ করার অঙ্গীকার করায় মুছলেকা নিয়ে তাদেরকে গতকাল মঙ্গলবার বিকেলে ছেড়ে দেয়া হয়।
গতকাল নলুয়া হাওরের পোল্ডার-১ আওতাধীন ১ নম্বর প্রকল্পের পিআইসি সভাপতি কামালখাল গ্রামের যুবরাজ মিয়া, ২ নম্বর প্রকেল্পর সভাপতি কলকলিয়া ইউনিয়নের পরিষদের সদস্য তেলিকোণা গ্রামের আম্বাদুল হক, ৭ নম্বর প্রকল্পের সভাপতি (পিআইসি) চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য ইসমাইল চর গ্রামের শান্তনা ইসলাম, নলুয়া হাওরের ৯ নম্বর প্রকল্পের সভাপতি চিলাউড়া গ্রামের বাসিন্দা সাব্বির আহমদকে প্রশাসনের পক্ষ থেকে তিনটি টিম বাঁধের কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শনকালে আটক করে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ করার অঙ্গীকার করায় আমরা লিখিত মুছলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।

Exit mobile version