Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মেম্বারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদসভা

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দাসনোয়া গাঁও গ্রামের বাসিন্দা রনধীর কান্তি দাসের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ, ইউপি সদস্য হীরা মিয়া, সুজাত মিয়া, রুবেল মিয়া, সুলতান মিয়া, ইকবাল হোসেন, রাফিয়া বেগম, শাকিরুন বেগম প্রমুখ।
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার দিন হাওরের বেড়িবাঁধের কাজ তদারকিতে ব্যস্ত ছিলেন ইউপি সদস্য রনধীর কান্তি দাস। থাকে উদ্দেশ্য প্রণীতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এ মামলা থেকে তাকে প্রত্যাহারের জন্য আমরা দাবী জানাচ্ছি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই আতিকুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টির তদন্ত চলছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি দাসনোয়াগাঁও গ্রামের জেনারেটর ব্যবসায়ী গোবিন্দ দাসের হামলায় আহত হন একই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য অনিল দাস ও রসময় দাস। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য অনিল চন্দ্র দাস বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য রনধীর কান্তি দাসকে আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।
Exit mobile version