Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মেলার নামে অশ্লীল যাত্রা ও জুয়ার আসর চলছে প্রশাসন নির্বাক

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে যাত্রানুষ্টানের নামে অশ্লীল নৃত্য জুয়া, মদ, গাজাসেবনসহ অসামাজিক কার্যক্রম চলছে দেদারছে। গত তিনদিন ধরে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের হলিকোণা গ্রামের হাওরে এ সব অনৈতিক কার্যক্রম চলছে। এলাকায় বেড়ে গেছে চুরি ছিনতাইয়ের ঘটনা। প্রশাসন নির্বাক হয়ে আছে। স্থানীয় এলাকাবাসী জানান, মঙ্গলবার থেকে হলিকোণা গ্রামে স্থানীয় প্রভাবশালী একটি মহল আনন্দ মেলা নামে নারীদের উলঙ্গ নৃত্য, মদ, গাজাসহ অশ্লীল যাত্রানুষ্টানের আসর বসেছে। এ সব অনৈতিক কার্যক্রমে উঠতি বয়সের তরুন যুবকদের ঢল মেলেছে। বাড়ছে চুরি ছিনতাই। মঙ্গলবার রাতে মেলায় যাওয়ার পথে চিলাউড়া নামক স্থানে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছে তিন যুবক এমন অভিযোগ পাওয়া গেছে। এ সময় চিলাউড়া পুঞ্জি গ্রামের আব্দুল করিম (৩৫) নামে এক যুবককে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন পুলিশে সোর্পদ করেন। এ প্রসঙ্গে
জগন্নাথপুর থানার ওসি মোঃ মোছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ছিনতাইয়ের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়নি। দুইটি মোটর সাইকেলের মধ্যে মুখামুখি সংর্ঘষের ঘটনায় এলাকাবাসী তাকে পুলিশে সোর্পদ করেন। বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। মেলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জেলা প্রশাসকের লিখিত অনুমতি নিয়ে মেলা চলছে। মেলায় অসামাজিক কার্যক্রমের বিষয়ে তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন।

Exit mobile version