Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মেয়াদোর্ত্তীণ ঔষধ রাখার দায়ে জরিমানা

সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়াদোর্ত্তীণ পণ্য ঔষধ ও পন্য রাখার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুরের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে উপজেলার সৈয়দপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আনোয়ার মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান রুমেন রেস্টুরেন্ট থেকে তিন হাজার টাকা ও জীবন চৌধুরীর জেএসসি মেডিকেল থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুরের এসিল্যান্ড ইয়াসির আরাফাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়াদোর্ত্তীণ ঔষধ ও পন্য রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version