Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র ও ট্রাফিক সার্জন আহত

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর শহরের বটেরতল এলাকায় মুখোমুখি দুই মোটর সাইকেলের সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী গুরতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র রাফিকুল ইসলাম সাবুল কলেজ থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে বটেরতল নামক স্থানে একটি টমটমের সাধে ধাক্কা লেগে জগন্নাথপুর থেকে হাসপাতালের উদ্যেশে মোটর সাইকেল নিয়ে যাওয়া পুলিশের ট্রাফিক সার্জন আব্দুল হাই এর মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ট্রাফিক সার্জন আব্দুল হাই ও কলেজ ছাত্র রাফিকুল ইসলাম গুরুতর আহত হন। তাদেরকে তাৎক্ষনিক ভাবে প্রত্যক্ষদর্শীরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত রাফিকুল ইসলাম সাবুল এর মামা মাহবুবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, কলেজ থেকে বাড়ি ফেরার পথে টমটমের সাথে ধাক্কা লাগার পর ট্রাফিক পুলিশের মোটরসাইকেলে ধাক্কালেগে দুজনই আহত হন। তিনি জানান, তার ভাগ্নার মাথায় আঘাত পেয়েছে। ওসমানী হাসপাতালে দুজনেরই চিকিৎসা চলছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মধু সুদন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version