Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে যুবলীগ নেতার মাটি কাটার যন্ত্র জব্দ

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যুবলীগ নেতার মাটি উত্তোলনের যন্ত্র ( এক্সরেভেটর মেশিন) জব্দ করা হয়েছে। এছাড়াও রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠান কে ভূক্তা অধিকার আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
‌জানা গেছে, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা কুশিয়ারা নদী থেকে অবাধে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাটি কাটার যন্ত্র জব্দ করেন।এসময় যুবলীগ নেতা সুমন কে পাওয়া না যাওয়া স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বজলু মিয়ার জিম্মায় মাটি কাটার যন্ত্রটি প্রদান করা হয়। অপরদিকে বিকেলে রানীগঞ্জ বাজারের রবীন্দ্র রায়ের দোকানে ২০ হাজার টাকা ও আবু তালেবের দোকানে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

Exit mobile version