Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে রথযাত্রা নিয়ে সংঘর্ষে ওসি সহ আহত ১০

স্টাফ রিপোর্টার:: সংঘর্ষের মধ্যে দিয়ে শেষ হলে জগন্নাথপুরে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসব।দিনভর চাপা উত্তেজনার পর বুধবার বিকেলে দু’পক্ষের সংঘর্ষে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরসালিনসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। জানা গেছে, গত কয়েকদিন ধরে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে জগন্নাথপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভক্তি দেখা দেয়। এনিয়ে একাধিকবার সমঝোতার চেষ্ঠা করা হলেও উভয়পক্ষের একগুয়ামির কারণে প্রশাসন সমঝোতা করতে ব্যর্থ হয়। পরে প্রশাসন উভয়পক্ষকে পৃথক পৃথক সময় নির্ধারন করে দিলেও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, প্রতি বছরের ন্যায় জগন্নাথপুর গ্রামের সনাতন ধর্মালম্বীরা জগন্নাথ বিগ্রহ ও বাসুদেব বিগ্রহ নিয়ে সার্বজনীন রথযাত্রা উৎসবের প্রস্তুতি নিলে আন্তজার্তিক কৃষ্ণ ভাবানামৃত সংঘ ইসকনের অঙ্গসহযোগী সংগঠন বাসুদেব নামহট্র সংঘের উদ্যোগে প্রথমবারের মতো রথযাত্রা উদযাপনের পৃথক প্রস্তুতি নেয়।এনিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে প্রশাসন সমঝোতার উদ্যোগ নেয়। সর্বশেষ স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর উপস্থিতিতে প্রশাসন উভয়পক্ষকে রথযাত্রার জন্য পৃথক স্থান ও সময়সূচী নির্ধারণ করে দেয়। মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত অফিসার পৃথক পৃথকভাবে উভয়পক্ষকে নিয়ে বৈঠক করেন।

বৈঠকে জগন্নাথপুর সার্বজনীন রথযাত্রা কে সকাল থেকে চারটা পযর্ন্ত ও নামহট্র সংঘকে চারটার পর রথ বের করার অনুমতি দেয়। প্রশাসন দিনভর নজরদারি করে। চারটার পর সার্বজনীন রথযাত্রার উৎসব শেষে স্থানীয় বাসুদেব বাড়ীতে রথ নিয়ে যাওয়ার পথে ও নামহট্রের রথ একই পথ দিয়ে বের হওয়ার প্রস্তুতি নিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে সার্বজনীনের রথযাত্রা বাসুদেব মন্দিরে রাখা হলে নামহট্রের রথ বের হয়। পথিমধ্যে উভয়পক্ষের লোকজন ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে এতে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মুরসালিন সহ আহত হন ১০ জন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স ভর্তি করা হয়। আহতদের মধ্যে দিবাকর পাল নামে একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়্। অপরাপর আহতদের মধ্যে ধীরেন গোপ, দিবরাজ আচায্য, মিন্টু দেব,সন্তোষদে সহ অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরসালিন জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Exit mobile version