Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে রথযাত্র্রা নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলা

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুরে রথযাত্রা উৎসব পালনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জগন্নাথপুর থানায় পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে। জগন্নাথপুর থানার উপ-পরির্দশক অনির্বাণ বিশ্বাস বাদি হয়ে সাত জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ১২০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। যার মামলা নং ৪, তারিখ ০৭/০৭/২০১৬ ইং। মামলার এজহার নামীয় উভপক্ষের সাত আসামি হলেন, জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রামের বাসিন্দা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য মিন্টু রঞ্জন ধর, সার্বজনীন রথযাত্রা উদযাপন পরিষদের সদস্য বিভাষ দে, বাসুদেব নামহট্র সংঘের সদস্য অনন্ত গোপ, এছাড়াও সার্বজনীন রথযাত্রা উদাপন পরিষদের কর্মী মিন্টু দেব, মৃদুল দে ও পাপন দেবসহ এছাড়া উভয় পক্ষের ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। উল্লেখ্য ৬ জুলাই জগন্নাথপুর সার্বজনীন রখযাত্রা উদযাপন কমিটি ও আন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের অঙ্গসংগঠন বাসুদেব নামহট্র সংঘের মধ্যে রথযাত্রা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হন। এঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। মামলার বাদি জগন্নাথপুর থানার উপ-পরির্দশক অর্নিবান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, হিন্দু সম্প্রদায়ের দু’পক্ষের লোকজন রথযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষেলিপ্ত হওয়ার ঘটনায় পুলিশসহ অনেকেই আহত হওয়ার ঘটনায় থানায় সাত জনের নাম ও অজ্ঞাতনামা ১২০ জনের বিরুদ্ধে মামলা করেছি।

Exit mobile version