Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে রাতভর ইন্টারনেট সংযোগ না থাকায় ভোগান্তির শিকার ব্যবহারকারীরা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রামীন ইন্টারনেট টানা কয়েক ঘন্টা সংযোগ বন্ধ থাকায় উপজেলা লাখো গ্রাহক চরম ভোগান্তির শিকার হয়েছন।

গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে হঠাৎ করে গ্রামীনের ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ে। যে কারনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ ইন্টারনেটের বিভিন্ন যোগাযোগ মাধ্যমের সেবা পাননি গ্রাহকরা।
তবে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণ জানা যায়নি। সারারাত সংযোগ বিচ্ছিন্ন থাকার পর ভোরে মিলেছে সংযোগ।
গ্রামীন ইন্টারনেট ব্যবহারকারী জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, প্রযুক্তির এই যুগে ইন্টারনেট মানুষের জীবনের একটি অংশ। প্রবাসি অধ্যুষিত এ উপজেলার শতভাগ গ্রাহক গ্রামীন ইন্টারনেট ব্যবহার করন। জাতীয় নির্বাচন যখন আমাদের দেয়ারে ঠিক সেই মুহুতে কোনো ধরনের পূর্ব ঘোষনা ছাড়াই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ রাত ১০ থেকে ভোর পর্যন্ত বন্ধ করে দেওয়া জগন্নাথপুরে লাখো গ্রাহক ভোগান্তির শিকার হয়েছে।
জগন্নাথপুরে গ্রামীন ইন্টারনেটের সংযোগের দায়িত্বরত কেউ না থাকায় অ প্রসঙ্গে কোন বক্তব্য পাওয়া
যায়নি।

Exit mobile version