Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে রামকৃষ্ণকথামৃত পাঠচক্রের ২য়বর্ষপূর্তি উৎসব পালিত

স্টাফ রিপোর্টার:: শ্রীশ্রী রামকৃষ্ণকথামৃত পাঠচক্রের ২য়বর্ষপূর্তি উৎসব উপলক্ষে শুক্রবার বাসুদেব মন্দির প্রাঙ্গন প্রাঙ্গণে জগন্নাথপুর শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত পাঠচক্রের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল শিক্ষাবৃত্তি প্রদান, চিত্রাঙ্কন প্রতিযোগীতা কুইজ প্রতিযোগীতা, বস্ত্র বিতরণ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে রামকৃষ্ণ কথামৃত আলোচ্য সূচীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অবঃ শিক্ষক প্রফুল্ল কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামকৃষ্ণ মিশন ও আশ্রম সিলেটের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের শ্রীমৎ স্বামী হরিদাসানন্দজী মাহারাজ। জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদেও সভাপতি বীরেন্দ্র কুমার দে, নিম্বাক আশ্রম পরিচালনা কমিটির নির্বাহী সদস্য সুভাষ চন্দ্র রায়। অন্যানের মধ্যে আলোচনায় অংশ নেন, সতীশ গোস্বামী, বিজিত লাল বৈদ্য, বিজন কুমার দে, নিলয় রঞ্জন বণিক মিল্টন, স্বাগত বক্তব্য রাখেন মানস রঞ্জন রায়, শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়। সৎগ্রস্থ থেকে পাঠ করেন কল্যাণ কান্তি রায় সানী, স্বামীজীর বাণী পাঠ করেন শশী কান্ত গোপ,শ্রীমায়ের বাণী আরতী বণিক, শ্রীরামসকৃষ্ণ দেবের উপদেশ রমেন্দ্র কুমার পোগ পরমার্থ প্রসঙ্গ নিহার কান্তি রায়, বৈদিকমন্ত্র পাঠ করেন কমল কান্তি রায়,তাপস রায়,মনোজ কান্তি সরকার,অর্ক চৌধুরী,দেবাশীষ চৌধুরী পরে মৌসুমী রায়ের পরিচালনায় স্থানীয় শিল্পীবৃন্দ ও সিলেটের শিল্পীদের পরিবেশনা সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়। চলে মহাপ্রসাদ বিতরণ।

Exit mobile version