Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের ৪র্থবর্ষপূর্তি উৎসব উৎযাপন

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলায় শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের চতুর্থ বর্ষপূর্তি উৎসব শুক্রবার বাসুদেব মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালায় আলোচনাসভা,চিত্রাঙ্কন প্রতিযোগীতা শিক্ষাবৃত্তি প্রদান, বস্ত্র বিতরণ,নাটক ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত বিষয়ক আলোচনা সভায় সভা বিশিষ্ট ধর্মানুরাগী ডাক্তার দিব্য রঞ্জন দে এর সভাপতিত্বে ও ধীরেন্দ্র সূত্রধর এর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎস্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেদন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব,স্বামী হরিদাসানন্দজী মহারাজ,সুজিত কুমার দাস,প্রণব গোস্বামী,সতীশ গোস্বামী, আশুতোষ দাশ, মিন্টুর ঞ্জন দাস, রাকেশ দাশ রামকৃষ্ণদেমেওে উপদেশ,সৎগ্রস্থ থেকে পাঠ ও পরমার্থ প্রসঙ্গ শশী কান্ত গোপ প্রমুখ সভায় ধর্মীয়ও সমাজসেবায় ভূমিকা রাখায়,জগন্নাথপুর উপজেলা পরিষদের তরুণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব,প্রকৌশলী সতীশ গোস্বামী ও ধর্মীয় নেতা প্রণব গোস্বামীকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। ৩৪জনকে শিক্ষাবৃত্তি ও ৭০জনের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পী মৌসুমী রায় ও কল্যাণ কান্তি রায় সানীর সঞ্চালনায় সিলেট ও জগন্নাথপুরের স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পরে কথামৃত পাঠচক্র দক্ষিন সুরমার পরিবেশনায় দেবল চন্দ্র দাসের পরিচালনায় নাটক অনিত্য সংসার পরিবেশিত হয়।

Exit mobile version