Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে রোজায় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবী

 

স্টাফ রিপোর্টার :::
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে স্থিতিশীল ও নিরবিচ্ছিন বিদ্যুতের রাখার দাবী জানিয়েছেন বক্তারা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে আয়োজিত রমজান মাস উপলক্ষে আইনশৃঙ্খলা, দ্রব্য মূল্য নিয়ন্ত্রন বিষয়ক সভায় এমন দাবী জানানো হয়।
উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সম্পাদক রেজাউল করিম রিজু, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলেচ্ছুর রহমান, শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ডা, শারমিনা আরা আশা, এসআই হাবিবুর রহমান, বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা আবাসিক সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) প্রমুখ।
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় জগন্নাথপুর টুয়েন্টিফের ডটকমকে বলেন, পবিত্র রোজার মাসকে ঘীরে একশ্রেণীল অসাধু ব্যবসায়ীরা অস্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করে বেআইনিভাবে পন্য বিক্রি করে। এছাড়াও এ মাসে নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা দাবী জানিয়েছি।
জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) ইয়াসির আরাফাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পবিত্র রজমান মাসের পবিত্রতা রক্ষার পাশাপাশি বাজার দ্রব্য মূল্যে নিয়ন্ত্রন রাখতে স্থানীয় প্রশাসন তদারকি করবে। রোজার বিদ্যুতের লোডশেডিং কমানোর জন্য স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Exit mobile version