Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে রোপা আমনের ভাসমান বীজতলা

বিশেষ প্রতিনিধি::

জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের পরামর্শে কৃষকরা এবার রোপা আমনের ভাসমান বীজতলায় চারা লাগিয়েছেন। উপজেলার বিভিন্ন হাওরের পাশের খালগুলোতে দোলছে এসব ভাসমান চারা। অকাল বন্যা ও প্রাকৃতিক বিপর্যয় থেকে রোপা আমন আবাদের বাধা দূর করতে ভাসমান বীজতলা বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদ কৃষি বিভাগের।
জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, এবার উপজেলায় ৮২৮০ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে কৃষকদের লাগানো চারা বড় হতে শুরু করছে। এখন এসব চারা জমিতে রোপন করা হবে এবং অগ্রহায়ন মাসে ফসল উত্তোলন করা হবে।
জগন্নাথপুর উপজেলার ইকড়ছই গ্রামের কৃষক ফিরোজ মিয়া বলেন, ‘কৃষি বিভাগের পরামর্শে মোমিনপুর হাওরের হাশিমাবাদ এলাকায় সরকারি খালের ওপর ভাসমান বীজতলায় চারা রোপন করেছি।’
তিনি বলেন, দ্রুত এসব চারা বাড়তে শুরু করেছে। তারপর সময়মতো চারাগুলো জমিতে রোপন করব।
জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বন্যা ও প্রাকৃতিক নানা বিপর্যয়ে আমন চাষাবাদ যাতে পুরোপুরি বিঘিœত না হয় সেজন্য আমরা ভাসমান চারা লাগাতে কৃষকদেরকে উৎসাহ দেই।’

Exit mobile version