Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শতভাগ ফলাফল অর্জনে ব্যর্থ ৪৬টি শিক্ষা প্রতিষ্টান

স্টাফ রিপোর্টার :: এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জগন্নাথপুরের ৪৬টি শিক্ষা প্রতিষ্টানের মধ্যে একটিও শতভাগ ফলাফল অর্জন করতে পারেনি। এবছরের ফলাফলে হতাশ হয়েছেন উপজেলা বাসী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এবারের এসএসপি পরীক্ষায় ২৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭টি মাদ্রাসা প্রতিষ্টান থেকে মোট দুই হাজার ৩শত ৬৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এসএসসি পরীক্ষা ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৮৩.৩৪।
আর মাদ্রাসায় পাশের হার ৭৭.৫৭%।

জগন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, এবারের এস,এসসি ও দাখিল পরীক্ষার ফলাফল তেমন একটি ভাল হয়নি। আশা করছি আগামীতে ফলাফল ভাল হবে।

Exit mobile version