Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শান্তিপূর্ন পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু, প্রথম অনুপস্থিত ১২

সোমবার সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরেও এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে।
এবার জগন্নাথপুর উপজেলা থেকে ৩০টি মাধ্যমিক স্কুল থেকে ৫টি পরীক্ষা কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় ২ হাজার ৩শত ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র ১ হাজার ২৮ জন এবং ছাত্রী সংখ্যা এক হাজার ৩শত ৩২ জন। তবে প্রথম দিন অনুপস্থিত শিক্ষার্থী ছিল ৭জন। এরমধ্যে ছাত্র ২ ও ছাত্রী ৫ জন।
অপর দিকে ১৭টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে দুইটি পরীক্ষা কেন্দ্র থেকে ৬শত ৩০ জন দাখিল পরীক্ষার্থী ছিল। এরমধ্যে ছাত্র সংখ্যা ২শত ৪০ এবং ছাত্রী ১৬৬ জন। প্রথম দিনে অনুপস্থিত ছিল ৫ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৪ জন ও ১ জন ছাত্রী। এসব তথ্য জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস নিশ্চিত করেছে।

জগন্নাথপুর উপেজালা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, এবছর জগন্নাথপুর থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় মোট দুই হাজার ৯শত ৯০ জন পরীক্ষার্থী ছিল। এরমধ্যে প্রথম দিন এসএসপি ও দাখিল পরীক্ষার্থী ১২ জন প্রথম দিন অনুপস্থিত ছিল। ব্যাপক উৎসব উদ্দিপনায় শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version