Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শিক্ষক ছালিক মিয়া চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অরুনোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উপজেলা কাব স্কাউট সম্পাদক ছালিক মিয়া চৌধুরী বুধবার দুপুরে আকস্মিক হ্রদযন্ত্রের ক্রীয়া বন্ধ করে ইন্তেকাল করেছেন। (ইন্না লি ল্লাহি ওয়াইনা লি লা হি রাজিউন)। শিক্ষক ও
পরিবারের লোকজন জানান, হঠাৎ করে তিনি বুধবার বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রওয়ানা হলে পথিমধ্যে দুপুর তিনটায় তিনি মারা যান। তাঁর আকস্মিক মৃত্যুর সংবাদে শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিকেলে তাঁর কর্মস্হল অরুনোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাঁর প্রথম কর্মস্হল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার তার নিজ বাড়ি দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর
মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নজির উদ্দিন, সাধারণ সম্পাদক হাজের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফররুখ আহমদ পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মোহিত, শিক্ষক সাইফুল ইসলাম রিপন এমরান আলী, সাংবাদিক অমিত দেব প্রমুখ এক ছেলে এক মেয়ের জনক ছালিক মিয়া চৌধুরীর স্ত্রী খাগাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালেমা খাতুন কে নিয়ে দীর্ঘদিন ধরে খাগাউরা গ্রামে বসবাস করতেন। তিনি শিক্ষকতার পাশাপাশি উপজেলা স্কাউটের নেতৃত্ব দেন।

Exit mobile version