Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শিক্ষক নিয়োগে ভুয়া নাগরিক সনদধারীদের ১০ শিক্ষকের যোগদান স্থগিত

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরেরর স্থায়ী বাসিন্দা সেজে প্রতারনার মাধ্যমে ভুয়া নাগরিক সনদপত্র নিয়ে
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ এর চুড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ১০ জনের যোগদান স্থগিত করা হয়েছে।
বুধবার সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পদায়নস্থানে যোগদানপত্র আনতে গেলে ওই ১০জন নিয়োগপ্রাপ্ত শিক্ষককে যোগদান স্থগিত করা
হয়। তাদেরকে আগামী ২৫ অক্টোবর নতুন করে নাগরিক সনদপত্র দায়িখ করা হচ্ছে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর জগন্ন্থাপুর উপজেলার শিক্ষক নিয়োগ পরীক্ষার
উত্তীর্ণদের পদায়ন করে বুধবার প্রাথমিক শিক্ষা
কর্মকর্তার নিকট থেকে যোগদানপত্র দেয়ার দিনক্ষন ঠিক করা হয়।

গত ২৬ সেপ্টেম্বর এলাকাবাসীর পক্ষ থেকে জগন্নাথপুরের ভুয়া নাগরিক সনদধারী
মিজানুর রহমান রোল নং-৫৪২৩৮০৮, আব্দুল মজিদ রোল নং-৫৪২৫২৯০, আশিকুর রহমান
রোল নং-৫৪২৪৮২০, সুমা আক্তার রোল নং-৫৪২৪৩১, রুবি রানী দাশ ৫৪২৪৫৭৩,
অর্ণিবার দাস ৫৪২৪৬২১, লুৎফা তাহের রোল নং ৫৪২৩৯৮৫, বিথী রোল নং ৫৪২৩৮৫৯, আখিঁ সরকার রোল নং ৫৪২৪১৪১, নাজমা আক্তার রোল ন ং ৫৪২৪১৭৫ এই ১০জনের যোগদান বাতিলের জন্য জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট আবেদন করা হয়। যারপ্রেক্ষিতে গতকাল জেলা শিক্ষা কর্মকর্তা যাছাই বাছাই করে ওই ১০জনের যোগদান স্থগিত করেন।
ভুয়া নাগরিক সনদে চাকুরীতে উত্তীর্ণদের যোগদান বাতিল করার দাবিতে
আন্দোলনকারী সুধাংশু শেখর রায় বাচ্ছু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুর উপজেলায় ৬৩জন চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন। তারমধ্যে আমরা ১০জনকে ভুয়া নাগরিক সনদধারী হিসেবে চিহিৃত করে বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিটক আবেদন
করি। আবেদনের প্রেক্ষিতে যোগদান স্থগিত করায় আমি খুশি হয়েছি। তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানান তিনি।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েল্টিফোর ডটকমকে
বলেন, তাদের বিরুদ্ধে ভুয়া নাগরিক সনদপত্র নিয়ে স্থায়ী জগন্নাথপুরের বাসিন্দা সেজে নিয়োগপ্রাপ্ত হওয়ার অভিযোগে আমরা তাদের যোগদান স্থগিত করেছি। নতুন করে নাগরিক সনদপত্র দাখিলের জন্য তাদেরকে বলা হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি আমার জানা নেই।

Exit mobile version