Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শিক্ষার্থী ১৩৫. শিক্ষক ১, ব্যাহত হচ্ছে পাঠদান

বিশেষ  প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালাম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলছে একজন শিক্ষক দিয়ে। এছাড়া ওই বিদ্যালয়ে সহকারি একজন সহকারি শিক্ষক ছুঠি না নিয়ে অনুপস্থিত রয়েছেন র্দীঘদিন ধরে।
স্থানীয় ও বিদ্যালয় সুত্র জানায়, কালাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪টি পদের মধ্যে ২টি পদশুন্য রয়েছেন। এরমধ্যে ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে ছুঠি না নিয়ে দীর্ঘ ৮ আট ধরে অনুপস্থিত রয়েছেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল করিম। বর্তমান গত ৬ মাস ধরে বিদ্যালয়ের সহকারি শিক্ষক (চ.দা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) শীতলা রানী সুত্রধর দায়িতত্বপালন করে আসছেন। তিনি গত বছরের অক্টোবর মাসে বিদ্যালয়ে যোগদান করলে ওই সময় বিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব পালনকারী সরকারি শিক্ষক আরজু মিয়া তাঁর নিজ কর্মস্থলে চলে যান। এরপর থেকে একাই বিদ্যালয়ের ১৩৫ জন শিক্ষার্থীদের পাঠদান দিয়ে আসছেন সহকারী শিক্ষক শীতলা রানী সুত্রধর। বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে পাঠদান চরমভাবে বিঘিœত হচ্ছে।
বিদ্যালয় পরিচালনায় কমিটির সভাপতি মাসুম আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে

বলেন, বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট চলছে। প্রায় ৬ মাস ধরে একজন শিক্ষক দ্বারা চলছে শিক্ষা কার্যক্রম। বার বার কর্তৃপক্ষকে শিক্ষক নিয়ে জন্য দাবী জানিয়ে আসলেও দাবীটি অপেক্ষিত রয়েছে।
বিদ্যালয়ের অনুপস্থিত থাকা শিক্ষক রেজাউল করিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে

বলেন, আমি মেডিকেল ছুঠিতে রয়েছি। তাঁর বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়।
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (চ,দ.ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) শীতলা রানী সুত্রধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন শিক্ষক দিয়ে একটি বিদ্যালয় পরিচালনায় খুবই কষ্টের। একরকম দৌড়ে দৌড়েই ক্লাস নিয়ে হয়। এরমধ্যে দাপ্তরিক কাজে উপজেলা সদরে গেলে পড়াশুনা বিঘিœত ঘটে।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন  জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুঠি না নিয়ে বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল করিম চলে গেছেন। তাঁর বেতন উত্তোলন বন্ধ করে রাখা হয়েছে। বিষয়টি উধ্বতম কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবং বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পদেেক্ষপ গ্রহন করেছি আমরা।

 

Exit mobile version