Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরন

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন, ইসলাম সর্বাধুনিক ধর্ম।জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় মুসলিম মনীষীরা বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।প্রাচীন ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধসহ সকল অর্জনে ওলামায়ে কেরামগণের ভূমিকা অপরিসীম। তাই বর্তমান দেশ গঠন সহ সকল উন্নয়ন অগ্রগতিতে ওলামায়ে কেরামগণকে এগিয়ে আসতে হবে।ধর্মীয় অনুশাসন যথাযথ ভাবে মেনে চললে প্রশান্তির পাশাপাশি সামাজিক অনাচার থেকে মুক্ত থাকা সম্ভব। ধর্মীয় প্রতিষ্ঠান সমূহকে শুধু শিক্ষা বিস্তারে নয় সমাজ সংস্কারেও ভূমিকা রাখতে হবে। তিনি শনিবার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও দারুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে পোষাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাদ্রাসার মুহতামিম মুফতি আকমল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম অাহবায়ক কয়ছর রশীদ,প্রবীন আওয়ামী লীগ নেতা লেবু মিয়া,শিক্ষানুরাগী জমসেদ মিয়া,ইউপি সদস্য কানন মিয়া,খালেদ মোশাররফ, এডভোকেট আবুল কাশেম ও মৌলানা আব্দুল ওয়াজিদ। সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ আলম,পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক আখলাকুর রহমান,ওযার্ড যুবলীগ সভাপতি ফতু মিয়া মেম্বার,ছাত্রলীগ নেতা জুনায়েদ,হাসান আহমদ, শাহীনূর আলম প্রমুখ।

Exit mobile version