Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিশুদের মিলন মেলা

আজহারুল হক ভূইয়া:: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কোমলমতি শিশু শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে।
সোমবার দুপুরে জগন্নাথপুর সদর বাজারের মাদ্রাসা পয়েন্ট এলাকায় একটি ভবনে এনজিও সংস্থা গ্রামীণ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট (গ্রীড) এর উদ্যোগে এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির সহযোগিতায় উপ-আনুষ্টানিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আছলম উল্লাহ এর সভাপতিত্বে ও গ্রীডের নির্বাহী পরিচালক সিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষাদানের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি শিক্ষিত বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক তাজউদ্দিন আহমদ।

সভায় বক্তব্য রাখেন, গ্রীডের কোষাধ্যক্ষ হারুনুজ্জামান দৈনিক সুনামকন্ঠ পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি শাহজাহান মিয়া শিক্ষিকা খালেদা বেগম, লাভলী গোপ, হাসি রাণী দাস, রহিমা বেগম, প্রিয়াঙ্কা ভট্রাচার্য্য, জেলি বেগম, ছইফা বেগম প্রমূখ।
এ সময় সংবর্ধিত কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে মাতিয়ে তুলেন। এছাড়া একইভাবে উপজেলার চিলাউড়া বনু বাড়ি বিদ্যালয়ে পৃথক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৃথক অনুষ্ঠানে গ্রীড কর্তৃক পরিচালিত বাড়ি জগন্নাথপুর, ইকড়ছই, শেরপুর, বালিকান্দি, চিলাউড়া পুঞ্জি, উত্তর চিলাউড়া ও চিলাউড়া বনু বাড়ি সহ ৭টি বিদ্যালয়ের শতশত সংবর্ধিত কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। #

Exit mobile version