Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার:: কেন্দীয় আওয়ামী লীগের সাবেক উপ সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, বর্তমান সরকার  শিক্ষার উন্নয়নে বৈপ্লবিক সাফল্য অর্জন করেছে।

শিক্ষা উন্নয়নে সরকারের পাশাপাশি আমরা যদি স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্ববান হয়ে নিষ্ঠার সাথে কাজ করি তাহলে অন্ধকার কেটে আলোকিত হবে আমাদের সমাজ।

লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

গতকাল দুপুরে জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকায় এলাকায় ‘ওয়াকার ফাউন্ডেশন বাংলাদেশের’ উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি রুপালী বেগমের সভাপতিত্বে ও আল আমিন নাঈমের পরিচালনায় এতে বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুরের সিনিয়র সাংবাদিক দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি তাজউদ্দীন আহমদ, পৌর কাউন্সলর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, জগন্নাপুর বাজার সম্পাদক জাহির উদ্দিন, আহমেদ কিব্বরিয়া রিংকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক মোতাহির আলী, পৌরস্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  তখদ্দুছ মিয়া, মইন উদ্দীনম জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন ভূঁইয়া, আলী হোসাইন, ফাতেমা বেগম, খাদিজা বেগম, সাহিদুর রহমান  আমিনুল ইসলাম, আক্তার হোসাইন, সামসুল হক প্রমুখ।

পরে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Exit mobile version