Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে ৫ লাখ ৪৮ হাজার ৬৮৭ নতুন পাঠ বই বিতরণ

স্টাফ রির্পোার্টর::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ৫ লাখ ৪৮ হাজার ৬৮৭ নতুন পাঠবই বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে জগন্নাথপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বছরের নতুন দিনে এসব বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। বছরের নতুন দিনের নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উৎসবে ফিরেছে বাড়িতে।
উপজেলা উপজেলা সদরের স্বরূপ চন্দ উচ্চ বিদ্যালয়, বালিক উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, উপজেলার দুইটি সরকারীসহ ৩২টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনী থেকে ৯ম শ্রেণীর মোট ২ লাখ ৪৫ হাজার ৩৮০ নতুন বই বিতরণ করা হয়। এছাড়া ১৮টি মাদ্রাসায় ইবতেদায় থেকে দাখিল পর্যন্ত ৯৭ হাজার ৮০৭ বই বিতরণ করা হয়। এদিকে উপজেলার ১৫৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারী ৫০টি প্রাথমিক পর্যায়ে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৫০ হাজার নতুন বই বিতরণ করা হয়।

Exit mobile version