Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শিক্ষার মানন্নোয়ন বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম-শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চ্চায় উৎসাহিত করতে হবে

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদেরকে শুধু পড়ালেখা করলে হবে না পড়ালেখার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক চর্চ্চা, ভ্রমন, নৈতিক শিক্ষা ও আর্দশ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করতে হবে। এজন্য অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতার সহিত কাজ করতে হবে। তিনি বলেন, এখন শুধু আমাদের অভিভাবক ও শিক্ষকরা ছেলে মেয়েদের শুধু পড়ালেখা করার জন্য চাপ দেয়। এত কিছুর পরও পড়ালেখার মানন্নোয়ন হচ্ছেনা এর কারণগুলো চিহিৃত করে মানসন্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। তিনি বুধবার জগন্নাথপুর উপজেলার শিক্ষার মানন্নোয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুন নূর,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলিছুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার জহিরুল ইসলাম।
DSC06508--অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, অরুনদোয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন,আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ দাশ, সাজেদা খানম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নোমান আহমদ, জয়দা মাদ্রাসার সুপার মখছুদুল করিম, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদ্রীপ ভচ্রাচার্য্য, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম, খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলিমা খাতুন, জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণেশ চক্রবর্তী, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী আব্দুল মালেক, আব্দুল কাইয়ুম মশাহিদ, এম ফজরুল ইসলাম প্রমুখ। কুরআন তেলওয়াত করেন ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, গীতা পাঠ করেন ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে।

Exit mobile version