Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয় চালু

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে আবারো চালু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ইউএনও আল বশিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আবদুস সামাদ আজাদ মিলনায়তনে সঙ্গীত বিদ্যালয়ের উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভা ইউএনও আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পালের পরিচালনায় অনুষ্ঠিত হয়।  এতে অংশ  দেন সহকারী কমিশনার ভূমি উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক  রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, শিল্পকলা একাডেমির সদস্য আব্দুল জব্বার, কামাল উদ্দিন, অমিত দেব, ওয়ারিদ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পী রানী দে,সঙ্গীত শিল্পী বিভাস দে,ইন্দ্রজিৎ সূত্রধর প্রমুখ । শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু জানান,সঙ্গীত বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। প্রতি শুক্রবার সঙ্গীতের ক্লাস চলবে। অভিভাবকদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

Exit mobile version