Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শিয়ালের কামড়ে আহতের সংখ্যা ১৬

Exif_JPEG_420

সুহেল হাসান ও কামরুল হাসান মাহি :: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ও পাটলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে শিয়ালের কামড়ে শিক্ষকসহ বিভিন্ন বয়সী কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা, গোড়ারগাঁও,সোপারগাঁও ও পাটলী ইউনিয়নের ইসলামপুর ও মোহাম্মদপুর গ্রামে শিয়ালের কামড়ে সাচায়ানি গ্রামের আবু বক্কর মাদ্রাসার সহকারী শিক্ষক এমদাদুল হক কাজল (৩২) ও কলকলিয়া ও পাটলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা আমজর আলী (৪৫) ,কানন দাশ (২৩),রেবা বেগম (২৫),পূর্নিমা বেগম (৪০),আজিদ (৫০),লীতেন্দ্র দাশ (৫০),শিতা রাণী (৪০),হেমাঙ্গীর (৫০),সুজাদ মিয়া (২২),আব্দুল মালিক (৪৫),আসমা বেগম (২৪),পারুল বালা (৭৫),জামাল মিয়া (৩০),কৃষ্ণা দাস (৩৫),সুজিদা বেগম (২৬) কে শিয়ালের কামড়ে আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোবারক হোসেন বলেন,শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে শিয়ালের কামড়ে লোকজন আহত হওয়ার খবরে গ্রামগুলোতে আতংক দেখা দিয়েছে।

Exit mobile version