Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শেষবেলায় কেনাকাটায় ক্রেতাদের ভীড়ে মুখরিত ঈদবাজার

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদের শেষ মুহূর্তে কেনাকাটায় ঈদবাজারে ঢল নামে ক্রেতারদের। রাত পোহালেই পবিত্র ঈদুল আযহা।
ঈদ উদযাপনে সকল প্রস্তুুতি সম্পন্নের লক্ষ্য মঙ্গলবার কেনাকাটার জন্য পৌরশহরে সব শ্রেণী পেশার মানুষের ঢল নামে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ততা দেখা গেছে।
সরজমিনে ঘুরে দেখা যায়, বিভিন্ন বিপণী বিতানে ক্রেতাদের ভীড় দেখা গেছে। এসময় বেচাকেনায় ব্যস্ত হয়ে উঠেন ক্রেতা বিক্রেতা।
কেনাবেচায় ব্যস্ততা দেখা গেছে, মসলার বাজার, কামার পল্লী, জুতার দোকান, কসমেটিকসের দোকান, প্লোটি বাজারে।
সকাল থেকেই ক্রেতারা বাজারে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে উপস্থিতিও বাড়তে থাকে। নারী পুরুষের ভীড়ে মুখরিত হয়ে উঠে ঈদ বাজার। মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা।
জগন্নাথপুর সদর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের শেষবেলায় কোনকাটায় মুখরিত হয়ে উঠেছে বাজার। দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এদিকে পৌরএলাকার ভবেরবাজারে কোরবানি পশুর শেষ হাটে ক্রেতাদের উপচেপড়া ভীড থাকলেও বেচাবিক্রি তুলনামূলক কম ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

Exit mobile version