Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শেষ মুর্হুতে ঈদ বাজারে বেড়েছে বেচাকেনা

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে শেষ মুর্হুতে জমে উঠেছে ঈদ বাজার। রাত পোহালেই পবিত্র ঈদুল আযহা।সময় ধীরে ধীরে চলে যাচ্ছে। তাই ঈদের শেষ কেনাকাটা করতে ব্যস্ত ক্রেতারা।
শুক্রবার সকাল থেকেই জগন্নাথপুরের প্রতিটি বিপনী বিতান ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভীর লক্ষ্যে করা গেছে। তবে অন্যন্যা ঈদের চেয়ে এবারের ঈদ ক্রেতাদের সমাগম কম লক্ষ্য করা গেছে।
এছাড়া পশুর হাট, মসলা বাজার, কামারপল্লীসহ সবজি বাজারেও মানুষের ভীর দেখা গেছে। আতর আর টুপি বাজারে তেমন উপস্থিতি ছিল না ক্রেতাদের।

জগন্নাথপুর পৌরশহরের নিউ ঝলক ফ্যাশনের মালিক কদ্দুস মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত দুইদিন ধরে ঈদের বেচাকেনা মোটামুটি ভাল হচ্ছে।তবে অন্যান্যের ঈদের চেয়ে এবারের ঈদ বাজারে ক্রয় বিক্রয় কম হয়েছে।
জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, শেষ মুর্হুতে ঈদের বাজার জমে উঠেছে। মসলার বাজার, কামারের দোকালগুলোতে প্রচন্ড ভীর রয়েছে মধ্যরাত পযন্ত কেনাবেচা চলতে পারে।

Exit mobile version