Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শ্রমিকদের হামলায় আহত-১

জগন্নাথপুর পৌরশহরে শ্রমিকদের হামলায় রানীগঞ্জ অটোরিকশা-লেগুনা ষ্ট্যান্ডের মালিক সমিতির সভাপতি সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন মিঠু আহত হয়েছে।
আজ রোবরার সন্ধ্যায় জগন্নাথপুর পৌরশহরের মোবাইল মার্কেটের নিকটবর্তী রানীগঞ্জ সড়ক এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের সুত্রে জানা যায়, যাত্রী উঠানো নামানো নিয়ে জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ সিএনজি চালিত
অটো ষ্ট্যান্ড এবং রানীগঞ্জ অটো ষ্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে বেশ কিছুদিন ধরে
বিরোধ চলছে। এ নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে।
গত কয়েকজন আগে রানীগঞ্জ অটো স্ট্যান্ডের
এক শ্রমিককে মারধর করে আহত করে পৌর পয়েন্ট অটো স্ট্যান্ডের শ্রমিকরা। এঘটনায় জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
আজ সন্ধ্যা সাতটার দিকে পৌর পয়েন্টস্থ অটো স্ট্যান্ডের কয়েকজন শ্রমিক অতর্কিতভাব পৌরশহরের রানীগঞ্জ রোড এলাকায় রানীগঞ্জ স্ট্যান্ডের মালিক সমিতির সভাপতি রানীগঞ্জের গর্ন্ধবপুর  গ্রামের বাসিন্দা সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন মিঠুর ওপর হামলা চালিয়ে মারধর করে আহত করে। স্থানীয়রা মিঠুকে আহত অবস্থায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাত আটটার দিকে মিঠুর নেতৃত্ব রানীগঞ্জ  ষ্ট্যান্ডের শ্রমিকরা পৌর পয়েন্টে অবস্থান নিয়ে শহরের নলজুর সেতুর পূর্ব
পাড়ে যাওয়ার চেষ্ঠা করলে এসময় ঘটনাস্থলে থাকা জগন্নাথপুর থানার উপ পরির্দশক (এসআই) লুৎফুর রহমানের নেতৃত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশ তাদের প্রতিরোধ করে ফিরিয়ে দেন। ওই সময় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর   নেতৃত্ব বিপুল সংখ্যা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিত নিয়ন্ত্রন নেন।
আহত আজমল হোসেন মিঠু জানান, শফিকুল ইসলামের খেজুরের নেতৃত্বে কয়েকজন উচ্ছৃঙ্খল শ্রমিক অতর্কিতভাবে আমার ওপর হামলা করে পালিয়ে যায়।
এবিষয়ে জানতে শফিকুল ইসলাম খেজুরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
জগন্নাথপুর থানার উপ পরির্দশক (এসআই) লুৎফুর রহমান জানান, দুই সিএনজি স্ট্যান্ডের লোকজনের মধ্যে পূর্ব বিরোধে শ্রমিকের হামলায় আজমল হোসেন মিঠু আহত হন। আমরা খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছে পরিস্থিত নিয়ন্ত্রনে আসে।
Exit mobile version