Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় দেশীয় অস্ত্রসহ আটক-৪

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে উলুচন্দ (মন্ডলীভোগ) গ্রামের সংঘর্ষের ঘটনায় শুক্রবার বিকেলে পুলিশ চারজনকে আটক করেছে। আটকৃত কলেন, ওই গ্রামের আবন জিম্মদার (৫৮), সোনাতনপুর গ্রামের বানু সরকারের ছেলে অকিল সরকার (২৮), দিরাই উপজেলার নগদিপুর গ্রামের মৃত আইন উদ্দিন চৌধুরীর ছেলে আব্দুস সামাদ চৌধুরী (৫৮) ও নেত্রকোনা জেলার মদন থানার বারইউড়া গ্রামের কিবরিয়া আহমদ (২০)। পুলিশ তাদের নিকট থেকে সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্বার করেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের ঘটনায় জজিত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সকাল ১১টার দিকে উলুচন্দ (মন্ডলীভোগ) গ্রামে রাজা জিম্মাদার ও জাবিছ আহমদ জিম্মদারের চাচা আবন জিম্মদারের লোকজনের মধ্যে জলমহালকে কেন্দ্র করে সংর্ঘর্ষের ঘটনা ঘটে। এতে ওমানপ্রবাসী সফু জিম্মাদার নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০জন।

Exit mobile version