Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সংঘর্ষে অন্ত:সত্ত্বা নারীসহ ৩জনকে ওসমানিতে প্রেরণ, ৮ জন কারাগারে

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের নলুয়া হাওর বেষ্টিত উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের দাসনাগাঁও শেখহাটি গ্রামের পূর্ববিরোধের জের ধরে সোমবার সন্ধ্যারাতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ৮জনকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার দপুরে পুলিশ তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে।
সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ উভয় পক্ষের ওই ৮ জনকে রাতেই আটক করে। আটককৃতরা হলেন টুনু মিয়া, কানাই মিয়া, মোজ্জামেল হক, আরশ আলী, আব্দুল মিয়া, আলী হোসেন, আজাদ আহমদ।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ৮জনকে আটক করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুুতি চলছে।
এদিকে সংঘর্ষে গুরুত্বর আহত আমির হোসেনের অন্ত:সত্ত্বা স্ত্রী ঝুমু বেগমসহ, ফয়জুল হক ও মিলাদ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাত ১০টার দিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অপররাপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ।
প্রসঙ্গত, পূর্ব বিরোধের জের ধরে শেখহাটি গ্রামের টুনু মিয়া ও মজনু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে গতকাল সোমবার সন্ধ্যারাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ ২০ জন আহত হন। পুলিশ এ ঘটনায় ৮জনকে আটক করে।

Exit mobile version