Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর
ধাওরাই গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষে
নিহত হওয়ার ঘটনায়
 শনিবার  এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত নয়টা) জগন্নাথপুর থানায় মামলা হয়নি। তবে
মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
গত বৃহস্পতিবার উত্তর ধাওরাই গ্রামের
 ওয়ারিছ উল্লা ও প্রতিবেশী হায়দার আমিনের পক্ষের লোকজনের মধ্যে বসতঘরের টিনের চালে পানি ফেলানো নিয়ে প্রথমে কথাকাটি হয়। এক পযার্য়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের এক ব্যক্তি কাঠের বর্গা দিয়ে হায়দার আলীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুত্বর আহত হলে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজে ভর্তি করা হলে ওই দিন রাতেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে নিহতের দুই সহোদয় বদরুল আমিন ও ফয়ছল আমিন আহতাবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে পুলিশ  বৃহস্পতিবার রাতে ওয়ারিছ মিয়ার স্ত্রী সিরাতা বেগমকে গ্রেপ্তার করে গত শুক্রবার সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।
Exit mobile version