Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সচিব-সরকার জনগণের তথ্য অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করছে

তথ্য কমিশন সচিব তৌফিকুল আলম বলেছেন, বর্তমান সরকার জনগনের তথ্য অধিকার নিশ্চিত করণে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। এই সরকারের শাসনামলেই জনগনের জন্য তথ্য অধিকার আইন ২০০৯ প্রণীত হয়েছে।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য তথ্য জানা অপরিহার্য। জনগনের ক্ষমতায়,  সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতি রাশ, ন্যায় বিচার, রাজনৈতিক ও সামাজিক, মানবাধিকার এবং অর্থনৈতিক অধিকার নিশ্চিকরণে এই আইনের মাধ্যমে গণতন্ত্র সুসংগঠতি করা।
আজ রোববার সকাল ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের সহকারী পরিচালক শাহাদাত হোসাইন,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।
পরে উপজেলা সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তাং
Exit mobile version