Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সড়কের ওপর থোক অবৈধ কোরবানির পশুর হাট উচ্ছেদ

সুনামগঞ্জের জগন্নাথপুরে কোরবানির একটি পশুর হাট উচ্ছেদ করেছে প্রশাসন।

আজ সোমবার  দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে উপজেলা সৈয়দপুর বাজার খেকে ওই হাটটি উচ্ছেদ করা হয়।

স্থানীয়রা জানান, সরকারি বিধি লঙ্গন করে সৈয়দপুর বাজারের প্রধান  সড়কের ওপর স্থানীয় একটি মহল পশুর হাট বসায়। এতে জনসাধারণের চলাফেরায় চরমভাব বিঘ্নিত ঘটে। সৃস্টি হয় তীব্র যানজট। ফলে জনভোগান্তিতে পড়েন লোকজন।বিষয়টি জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুমকে অবহিত করা হলে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে প্রশাসনের লোকজন সড়কের ওপর বসানো পশুর হাটটি উচ্ছেদ করেন।

উচ্ছেদের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানকালে হাট বসানোর সঙ্গে দড়িত কাউকে পাওয়া যায়নি।

 

 

Exit mobile version