Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সপ্তাহব্যাপী নারী পণ্যমেলার উদ্বোধন করলেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান

আজহারুল হক ভূঁইয়া শিশু ::অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্টিকে এগিয়ে নিতে কাজ করছে। বিশেষ করে নারীদেরকে সমাজের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিতে সরকার বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। যে কারণে আমাদের দেশের নারী সমাজ এখন অনেক এগিয়ে গেছেন। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে তিনি নারীদেরকে শেখ হাসিনার নের্তৃত্বে অবিচল থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি রোববার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সহায়তায় তৃণমুলের নারী উদ্যোক্তা সোসাইটি,সেলফ এমপ্লেয়েড ওয়াকার্স এসোসিয়েশন সেবা ও এসোসিয়েশন ফর ইয়ুথ এডভান্সমেন্ট আয়োজিত সপ্তাহ ব্যাপী দেশীয় নারী পণ্য মেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটির সমন্ধয়কারী অনিতা দাস গুপ্তের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবাদত হোসেন, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, স্বাগত বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের উদ্যোক্তা হিমাংশু মিত্র, দেবব্রত রায় দীপন,প্রমুখ। ১২ এপ্রিল পর্যন্ত এ মেলা চলবে। মেলায় ৩০টি ষ্টল বসেছে। এর আগে মন্ত্রী উপজেলার নারী জনপ্রতিনিধিদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হক, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান উপস্থিত ছিলেন। সভায় উপজেলার নারী জনপ্রতিনিধিদের মধ্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Exit mobile version